Notice Details

  • College Order
  • January 2021, 14

২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নীতিমালা

স্মারক নংঃ ২৭৪৯/২০২০-২০২১ ১। প্রথম পেইজে শিক্ষার্থীদের নাম, পিতার নাম, বিষয়, শ্রেণী, ক্লাস, রোল নাম্বার, শিক্ষাবর্ষ, পরীক্ষার নাম ও মোবাইল নাম্বার লিখতে হবে। ২। সকল বিষয়ের ১ম ও ২ইয় পত্রের এসাইনমেন্ট গ্রহণ করা হবে। ১ম পত্রের প্রশ্নের মান ২৫ এবং ২ইয় পত্রের প্রশ্নের মান ২৫ হবে। সর্বমোট ৫০ নম্বর। ৩। প্রত্যেক বিষয়ের প্রত্যেক অধ্যায় হতে যতদূর সম্ভব প্রশ্ন হবে। ৪। প্রত্যেক বিষয়ের প্রশ্নপত্র অবশ্যই জ্ঞানমূলক ও অনুধাবনমূলক পর্যায়ের হবে। ৫। স্ব-স্ব বিষয়ের শিক্ষকমণ্ডলী প্রশ্নপত্র প্রণয়ন করবেন। ৬। জ্ঞানমূলক থাকতে হবে ১১টি প্রশ্ন এবং অনুধাবনমূলক থাকতে হবে ৭টি প্রশ্ন। জ্ঞানমূলক এর মান হবে ০১ এবং অনুধাবনমূলক এর মান হবে ০২। ৭। ২১/১২/২০২০খ্রী. তারিখ হতে প্রশ্নপত্র অনলাইনে কলেজের ফেইসবুক পেইজে (Karnafuli Govt. College @karnauligovtcollege107738) পাওয়া যাবে। ৩০/১২/২০২০খ্রী. তারিখের মধ্যে উত্তরপত্র / আসাইনমেন্ট পরীক্ষা নিয়ন্ত্রন কক্ষ নং ০২ এ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর নিকট জমা প্রদান করতে হবে। ৮। নিজ উদ্যোগে A4 সাইজের কাগজের মধ্যে শিক্ষার্থীরা উত্তর লিখতে হবে এবং প্রতিটি বিষয় ও পত্রের উত্তরপত্র / এসাইনমেন্ট পৃথক পৃথকভাবে জমা দিতে হবে। ৯। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।

Back To Notices